আলোক রশ্মিগুচ্ছ

আলোক রশ্মিগুচ্ছ আজকের ক্লাসের আলোচনার বিষয়। আলোক রশ্মিগুচ্ছ [ Light rays ] পলিটেকনিক ফিজিক্স – ২, ৬৫৯২২ [Polytechnic Physics 65922] এর ৬ষ্ট অধ্যায়, ফটোমিতি [Chapter 6 Photometry] এর অংশ | আলোর পরিমাপ, আলোকিত তলের উজ্জ্বলতার পরিমাপ ও তুলনা নিয়ে যে আলোচনা তাই দীপ্তিমিতি ।

 

আলোক রশ্মিগুচ্ছ

 

আলো এক ধরনের শক্তি বা বাহ্যিক কারণ, যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। অথবা বলা যায়, আলো একটি তীর্যক, তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ যা সাধারণ মানুষ দেখতে পারে। আলো বস্তুকে দৃশ্যমান করে, কিন্তু এটি নিজে অদৃশ্য। আমরা আলোকে দেখতে পাই না, কিন্তু আলোকিত বস্তুকে দেখি। আলো এক ধরনের বিকীর্ণ শক্তি। এটি এক ধরনের তরঙ্গ। আলো তীর্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে এক স্থান থেকে আরেক স্থানে গমন করে। মাধ্যমভেদে আলোর বেগের পরিবর্তন হয়ে থাকে। আলোর বেগ মাধ্যমের ঘনত্বের ব্যস্তানুপাতিক।

 

আলোক রশ্মিগুচ্ছ

 

শুন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, আলোর বেগ অসীম নয়। শূন্যস্থানে আলোর বেগ প্রতি সেকেন্ডে ২৯,৯৭,৯২,৪৫৮ মিটার বা ১,৮৬,০০০ মাইল। কোন ভাবেই আলোর গতিকে স্পর্শ করা সম্ভব নয়। আলোর বেগ ধ্রুব। আলোর কোনো আপেক্ষিক বেগ নেই ।আলোর বেগ সর্বদা সমান। দৃশ্যমান আলো মূলত তড়িৎ চুম্বকীয় বর্ণালির ছোট একটি অংশ মাত্র। মানুষ ৪০০ ন্যানোমিটার থেকে ৭০০ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দেখতে পায় ।

সাদা আলো সাতটি রঙের মিশ্রণ, প্রিজম এর দ্বারা আলোকে বিভিন্ন রঙে (৭টি রঙ) আলাদা করা যায়। যা আমরা রংধনু দেখতে পাই। আলোর প্রতিফলন, প্রতিসরন, আপবর্তন, ব্যাতিচার হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে আলোর একই সাথে কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম বিদ্যমান।

পাশাপাশি অনেকগুলো আলোকরশ্মির সমষ্টিকে আলোক রশ্মিগুচ্ছ বা আলোক কিরণ বলে।

আলোক রশ্মিগুচ্ছ তিন প্রকার। যথাঃ-

১। সমান্তরাল রশ্মিগুচ্ছ

২। অভিসারী রশ্মিগুচ্ছ এবং

৩। অপসারী রশ্মিগুচ্ছ।

 

১। সমান্তরাল রশ্মিগুচ্ছঃ কোন রশ্মিগুচ্ছের আলোক রশ্মিগুলো যদি পরস্পরের সমান্তরালে চলে তাহলে ঐ রশ্মিগুচ্ছকে সমান্তরাল রশ্মিগুচ্ছ বলে। যেমন : সূর্য থেকে আগত রশ্মিগুচ্ছ।

২। অভিসারী রশ্মিগুচ্ছঃ কোন রশ্মিগুচ্ছের অসমান্তরাল আলোক রশ্মিগুলো যদি কোনো এক বিন্দুতে মিলিত হয় বা বর্ধিত করলে যদি মিলিত হয়, তা হলে সেই রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছ বলে।

৩। অপসারী রশ্মিগুচ্ছঃ কোন রশ্মিগুচ্ছের অসমান্তরাল আলোক রশ্মিগুলো যদি কোনো বিন্দু হতে উৎপন্ন হয়ে ছড়িয়ে পড়ে বা ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, তা হলে সেই রশ্মিগুচ্ছকে অপসারী রশ্মিগুচ্ছ বলে।

 

কাজের ধারণা

 

আলোক রশ্মিগুচ্ছ বিস্তারিত দেখুন ঃ

 

Leave a Comment