ক্ষমতা ও শক্তির পার্থক্য ও শক্তির নিত্যতার সূত্র

ক্ষমতা ও শক্তির পার্থক্য ও শক্তির নিত্যতার সূত্র আজকের আলোচনার বিষয়। ক্ষমতা ও শক্তির পার্থক্য এবং শক্তির নিত্যতার সূত্র [Difference between power and energy, Conservation law of energy] ক্লাসটি পলিটেকনিক [Polytechnic] এর ফিজিক্স-১ (৬৫৯১২), Physics 1 65912 এর, অধ্যায় ৭ [Chapter 7] এর টপিক।

এছাড়া এই পাঠটি উচ্চ মাধ্যমিকের প্রথম পত্র পদার্থবিদ্যার অংশ [HSC Physics 1st Paper] হিসেবে পড়ানো হয়। কাজ,শক্তি ও ক্ষমতা [Work, Power, Job] | কর্মদক্ষতা(Efficiency) এস এস সি পদার্থ বিজ্ঞান [SSC Physics] এর ৪র্থ অধ্যায় [ Chapter 4] এর কাজ,শক্তি ও ক্ষমতা অংশও বটে। ক্ষমতা ও শক্তির পরিচয়, পার্থক্য নির্ণয় এবং শক্তির নিত্যতা সুত্র কি, এর প্রমাণ এবং উদাহরণসহ বিস্তর আলোচনা ।

 

ক্ষমতা ও শক্তির পার্থক্য ও শক্তির নিত্যতার সূত্র

ক্ষমতা ও শক্তির পার্থক্য

 

ক্ষমতা ও শক্তির পার্থক্য

শক্তি ও ক্ষমতার মধ্যে নিম্নলিখিত পার্থক্য রয়েছে :

শক্তিক্ষমতা
১। কোন বস্তুর কাজ করার সামর্থ্য বা সক্ষমতাকে এর শক্তি বলে।১। কোন বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে।
২। মোট কৃত কাজ দ্বারা শক্তি পরিমাপ করা হয়। তাই শক্তি নির্ণয়ে সময়ের প্রয়োজন হয় না ।২। একক সময়ের কাজ দ্বারা ক্ষমতা পরিমাপ করা হয়। তাই ক্ষমতা নির্ণয়ে সময়ের প্রয়োজন হয়।
৩। শক্তির রূপান্তর ঘটে।৩। ক্ষমতার রূপান্তর নেই ।
৪। শক্তির একক = কাজের একক = জুল।৪। ক্ষমতার একক =কাজের একক/সময়ের একক
৫। শক্তির মাত্রা সমীকরণ =৫। ক্ষমতার মাত্রা সমীকরণ =

শক্তির নিত্যতার সূত্র

“শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে এক বা একাধিক রূপে রূপান্তরিত বা পরিবর্তন হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।”অর্থাৎ, শক্তি এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত হলে শক্তির বিশাস না নতুন কোন শক্তি সৃষ্টি হয় না। একরূপে শক্তি হারালে অন্য রূপে শক্তি লাভ করে। এটিই শক্তির নিত্যতা সূত্র।

 

গতিবিদ্যা গাণিতিক সমস্যা

 

ক্ষমতা ও শক্তির পার্থক্য ও শক্তির নিত্যতার সূত্র বিস্তারিত দেখুন ঃ

 

Leave a Comment