গতি সংক্রান্ত লেখচিত্র

গতি সংক্রান্ত লেখচিত্র আজকের আলোচনার বিষয়। গতি সংক্রান্ত লেখচিত্র [Speed related graph] ক্লাসটি পলিটেকনিক [Polytechnic] এর ফিজিক্স-১ (৬৫৯১২), Physics 1 এর, অধ্যায় ৩ এর টপিক। গতি সংক্রান্ত লেখচিত্র [Speed related graph] ক্লাসটি উচ্চ মাধ্যমিক এর ১ম বর্ষের ফিজিক্স পাঠ [ HSC 1st Year Physics] এর অংশও বটে।

গতি সংক্রান্ত লেখচিত্র [Speed related graph] লেখচিত্র অনেকেই একটু ভয় পায় অথচ একটু দখলে নিয়ে আসলে অনেক সমস্যা লেখচিত্র থেকে সহজে সমাধান করা যায়। এই ভিডিওতে গতি সংক্রান্ত কিছু সাধারণ লেখচিত্র দেখানো হয়েছে এবং সেগুলো ব্যাখ্যা করা হয়েছে।

 

গতি সংক্রান্ত লেখচিত্র

 

গতি

পদার্থবিজ্ঞানে গতি হলো এমন ঘটনা যেখানে সময়ের সাথে সাথে বস্তুর অবস্থান পরিবর্তিত হয়। পদার্থবিজ্ঞানে সময়ের সাথে কোন বস্তুর সরণের হারকে গতি/বেগ বলে। এখানে বেগ একটি ভেক্টর রাশি। গাণিতিকভাবে গতিকে সাধারণত সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ এবং সময়ের সাহায্যে ব্যাখ্যা করা হয়। একজন পর্যবেক্ষকের সাথে একটি প্রসঙ্গ কাঠামো যুক্ত করে সময়ের সাথে ঐ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন নির্ণয়ের মাধ্যমে বস্তুটির গতি পর্যবেক্ষণ করা হয়। পদার্থবিজ্ঞানে যে শাখায় কারণ উল্লেখ না করে কোনো বস্তুর গতি বর্ণনা করা হয় তা হলো স্থিতিবিদ্যা; এবং যে শাখায় বল ও এর প্রভাব বর্ণনা করা হয় তা হলো গতিবিদ্যা।

১. কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে কোনো নির্দিষ্ট দূরত্বে অবস্থিত হলে সেই বিন্দু থেকে বস্তুর দূরত্বকে অবস্থান
(position) বলে।

মনে কর, একটি বস্তু X-অক্ষ বরাবর গতিশীল। বস্তুটি P বিন্দুতে তখন মূলবিন্দু O থেকে বস্তুটির দূরত্ব x1 এবং Q বিন্দুতে যখন অবস্থান করে তখন দূরত্ব x2। X-অক্ষ বরাবর বস্তুর এরূপ গতি চিত্র দ্বারা প্রকাশ করা যায়।

111 গতি সংক্রান্ত লেখচিত্র

গতি সংক্রান্ত লেখচিত্র

 

আবার, মনে করি, কোনো একটি বস্তু t1 সময়ে A বিন্দুতে এবং t2 সময়ে B বিন্দুতে অবস্থান করে । X-অক্ষ বরাবর A ও B বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে x1 এবং x2এক্ষেত্রে t2 এবং t1সময়ের মধ্যকার ব্যবধান ∆t = t2 –t1  চিত্র এ দেখানো হলো।

 

গতি সংক্রান্ত লেখচিত্র নিয়ে বিস্তারিত :

Leave a Comment