আজকে আমরা চুম্বকত্ব এর মূল্যায়ন সম্পর্কে আলোচনা করবো। যা বাউবি এইচএসসি ২৮৭১ পদার্থ বিজ্ঞান ২য় পত্র ইউনিট ৫ চুম্বকত্ব এর অন্তর্ভুক্ত।

চুম্বকত্ব এর মূল্যায়ন
বহুনির্বাচনী প্রশ্নঃ
ক. সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন:
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন ।
১। ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মের“র সংযোজক রেখাকে কী বলে?
(ক) বিষুব রেখা
(খ) নিরক্ষীয় রেখা
(গ) ভৌগোলিক অক্ষ
(ঘ) কর্কটক্রাড়ি রেখা
২। ভূ-চুম্বকত্বের উপাদান মোট কয়টি?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৬টি
খ. বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্ন:
৩। স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়-
(i) সমুদ্রে জাহাজ নিয়ন্ত্রণে
(ii) মাইক্রোফোন ও স্পিকার-এ
(iii) ট্রান্সফরমার-এ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
গ. অভিন্ন তথ্য ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নঃ
কোনো স্থানের ভূ চৌম্বকক্ষেত্রের অনুভূমিক ও উলম্ব উপাংশের মান যথাক্রমে 31.85uT এবং 47.77uT
উপরের তথ্যের আলোকে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দিন।
৪। ঐ স্থানে ভূ চৌম্বকক্ষেত্রের মান-
(ক) 50.41μT
(খ) 55.40μT
(গ) 56.41μT
(ঘ) 57.41μT
৫। ঐ স্থানের বিনতি-
(ক) 50.31 °
(খ) 54.31°
(গ) 55.31°
(ঘ) 56.31°

ঘ. সৃজনশীল প্রশ্ন
১। উপরে দুটি চৌম্বক পদার্থের অভ্যরীণ গঠন দ্বারা চৌম্বক দ্বিপোল বুঝানো হয়েছে।
ক) চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য কী?
খ) ডায়াচৌম্বক পদার্থ ও প্যারাচৌম্বক পদার্থের মধ্যে দুটি পার্থক্য লিখুন।
গ) (i) নং চিত্রের পদার্থটিতে বহি:স্থ চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে কী ঘটবে বর্ণনা করন।
ঘ) (ii) নং চিত্রের পদার্থটির চৌম্বক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করন।
২। কোনো স্থানের ভূ-চৌম্বকক্ষেত্রের অনুভূমিক ও উলম্ব উপাংশের মান যথাক্রমে 27.87μT এবং 16.10μT
ক) হিসটেরিসিস লস কাকে বলে?
খ) ডায়াচৌম্বক পদার্থের দুটি ধর্ম লিখুন।
গ) উদ্দীপকে উলে-খিত স্থানে ভূ-চৌম্বক ক্ষেত্রের মান বের করন।
ঘ) যদি চৌম্বক মধ্যতল হতে 60° কৌণিক দূরত্বে আপাত বিনতি 45° হয় তবে প্রকৃত বিনতি বের করন।

ঙ. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ঃ
১। হিসটেরেসিস লুপের সাহায্যে কোনো পদার্থের কী কী বিষয় জানা যেতে পারে- ব্যাখ্যা করন।
২। ঢাকায় বিনতি 31° বলতে কী বুঝেন?
৩। ডায়া, প্যারা ও ফেরোচৌম্বক পদার্থের মধ্যকার তুলনা করন।
৪। একটি ফেরোচৌম্বক পদার্থ কখন প্যারা চৌম্বক পদার্থে পরিণত হয়- ব্যাখ্যা করন।
৫। ডায়া চৌম্বক পদার্থের চৌম্বক প্রবেশ্যতা 1 এর চেয়ে কম – ব্যাখ্যা কর।
চ. গাণিতিক সমস্যাবলি:
১। কোনো স্থানে বিনতি এবং ভূ-চৌম্বক ক্ষেত্রের মোট প্রাবল্যের মান যথাক্রমে 60° এবং 30 Am’ হলে, ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য কত?
[উ: 15 Am’ ]
২। ভূ-পৃষ্ঠের কোনো স্থানে ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য ও উলম্ব প্রাবল্য যথাক্রমে 4×10 T ও 3×10^ T । ঐ স্থানে ভূ-চৌম্বক ক্ষেত্রের মোট প্রাবল্য ও বিনতি কোণ নির্ণয় করন।
[ উ: 5×10^ T; 36.871]
৩। কোনো স্থানের বিনতি 60° এবং ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ 30 uT। ঐ স্থানের উলম্ব উপাংশ কত?
[উ: 5196 uT]
৪। কোনো স্থানের ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ 28 Am’। এর বিনতি 30° । ঐ স্থানে ভূ-চৌম্বক ক্ষেত্রের মোট প্রাবল্য কত?
[উ: 32.33 NA” বা T]
৫। কোনো স্থানের ভূ-চৌম্বক ক্ষেত্রের মান 15.923 T এবং বিনতি 60° হলে ঐ স্থানে ভূ-চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ কত?
[ উ: 13.79 T]
