স্প্রিং জনিত ছন্দিত স্পন্দন আজকের আলোচনার বিষয়। স্প্রিং জনিত ছন্দিত স্পন্দন [Oscillation due to a spring] ক্লাসটি পলিটেকনিক [Polytechnic] এর ফিজিক্স-১ (৬৫৯১২), Physics 1 এর, অধ্যায় ৬ [Chapter 6] এর টপিক। স্প্রিং জনিত ছন্দিত স্পন্দন [Oscillation due to a spring] ক্লাসটি উচ্চ মাধ্যমিক এর ১ম বর্ষের ফিজিক্স পাঠ [ HSC 1st Year Physics] এর অংশও বটে।
স্প্রিং জনিত ছন্দিত স্পন্দন
সরল স্পন্দন গতি
বলবিদ্যা ও পদার্থবিজ্ঞানে, সরল স্পন্দন গতি বা সরল ছন্দিত গতি (ইংরেজি: Simple Harmonic Motion সংক্ষেপে SHM) একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি যা (বস্তুর সাম্যাবস্থা থেকে দূরত্বের সমানুপাতিক ও সাম্যাবস্থানের দিকে ক্রিয়াশীল) প্রত্যয়নী বলের ফলে উদ্ভুত হয়। এতে বস্তুটিতে স্পন্দন গতির সৃষ্টি হয় যাকে ত্রিকোণমিতিক সাইন (অথবা কোসাইন) অনুপাতের লেখ হিসেবে বর্ণনা করা যায়। সরল স্পন্দন অনির্দিষ্ট সময়ের জন্য চলতে থাকে যেহেতু ঘর্ষণ বা অন্য কোনো কারণে সিস্টেমের শক্তি ক্ষয় হয়।
![স্প্রিং জনিত ছন্দিত স্পন্দন [ Oscillation due to a spring ] 2 cropped 512x512 64 স্প্রিং জনিত ছন্দিত স্পন্দন [ Oscillation due to a spring ] cropped 512x512 64 স্প্রিং জনিত ছন্দিত স্পন্দন [ Oscillation due to a spring ]](https://bn.physicsgoln.com/wp-content/uploads/2023/12/cropped-512x512-64-300x300.png)
বিভিন্ন প্রকার গতি বিশ্লেষণের ক্ষেত্রে সরল স্পন্দন গতির ক্রিয়াকৌশল প্রয়োগ করা হলেও হুকের সূত্রের ফলে স্প্রিং-এ উদ্ভুত রৈখিক স্থিতিস্থাপক প্রত্যয়নী বলের ফলে উদ্ভুত স্পন্দনকে আদর্শ সরল স্পন্দনের উদাহরণ হিসেবে দেখা হয়। এ প্রকার গতি সময়ের সাপেক্ষে ত্রিকোণমিতিক সাইন আপেক্ষক অনুসরণ করে এবং একটিমাত্র অনুনাদিত কম্পাঙ্ক প্রদর্শন করে।
অন্যান্য কিছু ঘটনাও সরল স্পন্দন গতির সাহায্যে ব্যাখ্যা করা যায়। যেমন সরল দোলকের গতি, যদিও তা সম্পূর্ণভাবে সরল স্পন্দন গতির গাণিতিক ক্রিয়াকৌশল অনুসরণ করে না; সরল স্পন্দন হতে হলে বস্তুতে কার্যকর বল সাম্যাবস্থা হতে সরণের সমানুপাতিক হতে হয়। (তথাপি দোলক ক্ষুদ্র কোণে স্পন্দিত হলে ক্ষুদ্র-কোণ অনুমানের সাহায্যে সরল স্পন্দন গতির গাণিতিক ক্রিয়াকৌশল সরল দোলকের গতিকে বেশ ভালোভাবে ব্যাখ্যা করতে সক্ষম। আণবিক স্পন্দনও সরল স্পন্দন গতির সাহায্যে ব্যাখ্যা করা যায়।
ফুরিয়ার বিশ্লেষণ এর সাহায্যে জটিলতর পর্যায়বৃত্ত গতিকে ব্যাখ্যা করার ক্ষেত্রেও সরল স্পন্দন গতি ভিত্তিগতভাবে সহায়ক।
![স্প্রিং জনিত ছন্দিত স্পন্দন [ Oscillation due to a spring ] 3 Physicsgoln.com Logo 252x68 px Dark স্প্রিং জনিত ছন্দিত স্পন্দন [ Oscillation due to a spring ] ছন্দিত স্পন্দন](https://bn.physicsgoln.com/wp-content/uploads/2022/11/Physicsgoln.com-Logo-252x68-px-Dark.png)
স্প্রিং জনিত ছন্দিত স্পন্দন [ Oscillation due to a spring ] নিয়ে বিস্তারিত :
![স্প্রিং জনিত ছন্দিত স্পন্দন [ Oscillation due to a spring ] 1 ছন্দিত স্পন্দন স্প্রিং জনিত ছন্দিত স্পন্দন [ Oscillation due to a spring ] ছন্দিত স্পন্দন স্প্রিং জনিত ছন্দিত স্পন্দন [ Oscillation due to a spring ]](https://bn.physicsgoln.com/wp-content/uploads/2024/02/ছন্দিত-স্পন্দন.webp)