আজকে আমরা জ্যামিতিক আলোকবিজ্ঞান এর মূল্যায়ন সম্পর্কে আলোচনা করবো। যা বাউবি এইচএসসি ২৮৭১ পদার্থ বিজ্ঞান ২য় পত্র ইউনিট ৬ জ্যামিতিক আলোকবিজ্ঞান এর অন্তর্ভুক্ত।

জ্যামিতিক আলোকবিজ্ঞান এর মূল্যায়ন
বহুনির্বাচনী প্রশ্নঃ
১। একটি আলোক রশ্মির কম্পাঙ্ক 6×10 Hz। 1.5 প্রতিসরণাঙ্কের কোনো মাধ্যমে প্রবেশ করলে এর কম্পাঙ্ক হবে
ক. 9×10¹4 Hz
খ. 6×10¹4 Hz
গ. 4×10¹4 Hz
ঘ. 1.5×10¹4 Hz
২। কোনো মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক সব সময়ই
ক. 1
খ. 1 অপেক্ষা বেশী
গ. 1 অপেক্ষা কম
ঘ. ঋণাত্মক
৩। বায়ুর সাপেক্ষে পানি ও হীরার প্রতিসরণাঙ্ক যথাক্রমে 4/3 , 12/5 । পানির সাপেক্ষে হীরার প্রতিসরণাঙ্ক হবে
ক. 5 /16
খ. 5 /9
গ. 9/5
ঘ. 16/ 5
৪। একটি সমবাহু প্রিজমের একটি তলে আপতিত রশ্মি এর অন্য তলে পূর্ণ অভ্যীণ প্রতিফলন হয়। প্রিজমের প্রতিসরণাঙ্ক √2 হলে অন্য তলে প্রতিসরণ কোণ হবে
ক. 30°
খ. 45°
গ. 50°
ঘ. 60°
৫। একটি ফোকাস দূরত্বের উত্তল লেন্সে বাড়ব প্রতিবিম্ব গঠিত হতে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে ন্যূনতম দূরত্ব হবে
ক. 4f
খ. 3 f
গ. 2f
ঘ. f
৬। বায়ুতে একটি লেন্স উত্তল লেন্সের মত। পানিতে অবতল লেন্সের মত হলে লেন্সের প্রতিসরণাঙ্ক
ক. বায়ুর চেয়ে কম
খ. বায়ু এবং পানি উভয়ের চেয়ে কম
গ. পানির সমান
ঘ. বায়ুর চেয়ে বেশী কিন্তু পানির চেয়ে কম

৭। একটি সরল অণুবীক্ষণ যন্ত্রের গায়ে লেখা আছে 40 । লেন্সের ফোকাস দূরত্ব হবে-
ক. 0.64cm
খ. 0.54 cm
গ. 0.44 cm
ঘ. 0.34 cm
৮। একটি দূরবীক্ষণ যন্ত্র স্পষ্ট দর্শণ দূরত্বে প্রতিবিম্ব গঠন করে। যদি অভিলক্ষ্য ও অভিনেত্র লেন্সের ফোকাস দূরত্ব যথাক্রমে 2cm এবং 3cm হয় এবং যন্ত্রে দৈর্ঘ্য 30cm হয় তবে বিবর্ধনের মান হবে-
ক. 15
খ. 125
গ. 225
ঘ. 300
৯। একটি দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য লেন্সের ফোকাস দূরত্ব 100 cm এবং ব্যাস 5cm । অভিনেত্র লেন্সের ফোকাস দূরত্ব 20cm হয় তবে লেন্সদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং অভিনেত্রের ব্যাস হবে-
ক. 110cm ও 5cm
খ. 120 cm 3 5cm
গ. 120 cm ও 1cm
ঘ. 130cm ও 2 cm
১০। একজন দর্শক একটি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে 10m লম্ব একটি গাছ পর্যবেক্ষণ করছে। দূরবীক্ষণ যন্ত্র বিবর্ধন ক্ষমতা 20 তার মনে হবে গাছটি-
ক. 20 গুণ লম্বা
খ. 20 গুণ কাছে
গ. 10 গুণ লম্বা
ঘ. 10 গুণ কাছে

সৃজনশীল প্রশ্নঃ
১। একজন চশমা প্রস্তুতকারী তার প্রত্নতত্ত্ববিদ বন্ধুর কাছ থেকে অতীত আমলের এক টুকরা সুন্দর স্বচ্ছ কঠিন পদার্থ পেয়ে সেটি দিয়ে একটি দ্বি-উত্তল লেন্স তৈরি করলো। লেন্সটির দুই পৃষ্ঠের ব্যাসার্ধ যথাক্রমে 10 cm এবং 20 cm । পরিমাপ করে দেখা গেল লেন্সটির ফোকাস দূরত্ব হয়েছে 4.76 cm
মাধ্যম | প্রতিসরণাঙ্ক | মাধ্যম | প্রতিসরণাঙ্ক |
| জিঙ্ক অক্সাইড | 2.4 | ক্রাউন কাচ | 1.48-1.64 |
| সোয়িাম ক্লোরাইড | 1.544 | হীরা | 2.4 |
| সিলিকন কারবাইট | 2.65-2.69 | বরফ | 1.3 |
| সিলিকন | 3.42-3.48 | পানি | 1.33 |
| ফ্রিন্ট কাচ | 1.53 | গিসারিন | 1.47 |
ক. মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং সংকট কোণের মধ্যে সম্পর্ক লিখুন।
খ. গিসারিনের মধ্যে একটি কাচ খন্ড ডুবালে তা আর দেখা যায় না কেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর ।
গ. লেন্সটি কি উপাদানের তৈরি তা বের করন।
ঘ. যদি চশমা প্রস্তুতকারী লেন্স না বানিয়ে একটি সর= 6° কোণের প্রিজম তৈরি করতেন তবে তার কৌণিক বিচ্যুতি নির্ণয় করা যেত কিনা গাণিতিক ভাবে বিশেষণ করন।
২। একজন শিক্ষক দুইজন ছাত্র বকুল ও মুকুলকে নীচের ছকে বর্ণিত চারটি লেন্স দিয়ে বকুলকে একটি যৌগিক অণুবীক্ষণ = মুকুলকে একটি দূরবীক্ষণ যন্ত্র তৈরি করতে বললেন।
লেন্স | ক্ষমতা | উন্মেষ |
| L₁ | 6D | 0.5cm |
| L2 | 3D | 8cm |
| L3 | 3D | 1cm |
| L4 | 10D | 1cm |
ক. লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়?
খ. বকুল ও মুকুল তাদের যন্ত্রের জন্য কোন কোন লেন্স পছন্দ করবে এবং কেন ব্যাখ্যা কর ন ।
গ। স্পষ্ট দর্শণের জন্য মুকুলকে যন্ত্রের দৈর্ঘ্য নির্ণয় করন।
ঘ। যদি L, ও L3 লেন্সদুটি দিয়ে দূরবীক্ষণ যন্ত্র তৈরি করা হতো কী কী সুবিধা/সুবিধা হতো বলে আপনি মনে করেন? আপনার উত্তর গাণিতিক ভাবে বিশেষণ করন।
