তাড়িতচৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহের মূল্যায়ন

আজকে আমরা তাড়িতচৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহের মূল্যায়ন  সম্পর্কে আলোচনা করবো। যা বাউবি এইচএসসি ২৮৭১ পদার্থ বিজ্ঞান ২য় পত্র ইউনিট ৪ তাড়িতচৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ এর অন্তর্ভুক্ত।

 

 

তাড়িতচৌম্বক আবেশ: আবিষ্ট তড়িচ্চালক শক্তি

 

তাড়িতচৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহের মূল্যায়ন

বহু নির্বাচনি প্রশ্ন

ক. সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন: সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন।

১. কোনো বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ জানা যায়,

ক. ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম থেকে

খ. ফ্লেমিঙের ডান হড় নিয়ম থেকে

গ. লেঞ্জ-এর সূত্র থেকে

ঘ. বিয়োঁ-স্যাভার সূত্র থেকে

২. স্বকীয় আবেশ গুণাঙ্কের একক

ক. henry

খ. weber

গ. Tesla

ঘ. Hz

৩. বাংলাদেশে যে দিক পরিবর্তী বিদ্যুৎ সরবরাহ করা হয় তা প্রতি সেকেন্ডে দিক পরিবর্তন করে। এর কম্পাঙ্ক, 100

ক. 100 Hz

খ. 1/100Hz

গ. 50 Hz

ঘ. 1/50Hz

খ. বহুপদী সমাপ্তিসূচক

৪. স্বকীয় আবেশ গুণাঙ্কের একক henry কে লেখা যায়,

(i) VsA-1

(ii) wb-m

(iii) wbA-1

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

গ. অভিন্ন তথ্যভিত্তিক

একটি দিকপরিবর্তী প্রবাহকে 1 = 100 sin xt সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়।

নিচের প্রশ্নের উত্তর দিন।

৫ । প্রবাহের শীর্ষমান কত?

ক. 50A

খ. 70.7A

গ. 100A

ঘ. 700A

৬ । প্রবাহের গড় বর্গক্ষেত্রের বর্গমূল কত?

ক. 50A

খ. 70.7A

গ. 100A

ঘ. 70.0A

 

তাড়িতচৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহের মূল্যায়ন

 

ঘ. সৃজনশীল প্রশ্ন

১। একটি দ” চুম্বককে তামার একটি বৃত্তাকার কুন্ডুলীর অক্ষ বরাবর উপর থেকে ফেলে দিলে চুম্বকটি যখন কুন্ডুলীর নিকটবর্তী হয় কুন্ডুলীর মধ্যে উৎপন্ন ফ্লাক্স নিচের সমীকরণ অনুযায়ী সময় t এর উপর নির্ভরশীল । φ = 5t2+2t-4, কুলীর রোধ 4Ω

ক. চৌম্বক ফ্লাক্স কী?

খ. আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক সম্পর্কে আলোচনা করন।

গ. 2sec সময়ে উদ্দীপকে উলেণ্ঢখিত কুন্ডুলীর মধ্যে আবিষ্ট প্রবাহমাত্রা কত হবে?

ঘ. কুন্ডুলীর মধ্য দিয়ে দন্ড চুম্বকটির পতনের সময় এর ত্বরণ কী g এর সমান হবে? বেশি বা কম হবে কী? উত্তরের স্বপক্ষে যুক্তি দিন।

২। দ্বাদশ শ্রেণীর ছাত্রী বিপাশা একটি এ.সি উৎসের সাথে 2012 রোধ যুক্ত করল, এ.সি উৎসের বিার 160V কম্পাঙ্ক 60Hz..

ক. দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ কাকে বলে?

খ. সময়ের পরিবর্তনের সাথে একমুখী প্রবাহের পরিবর্তন লেখচিত্রের মাধ্যমে দেখান।

গ. কার্যকর ভোল্ডেজ ও কার্যকর প্রবাহমাত্রা নির্ণয় করন।

ঘ. একমুখী প্রবাহ ও দিক পরিবর্তী প্রবাহের মধ্যে পার্থক্য কী? কোন প্রবাহ বেশি বিপজ্জনক এবং কেন?

 

তাড়িতচৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহের মূল্যায়ন

 

ঙ. সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন

১. তড়িৎ চৌম্বক আবেশ কী, লিখুন ।

২. চৌম্বক ফ্লাক্স কাকে বলে, লিখুন।

৩. চৌম্বক ফ্লাক্সের একক কী, লিখুন।

8. e=- dφ/dt সমীকরণে ‘-‘ চিহ্নের তাৎপর্য কী, লিখুন।

৫. আবিষ্ট তড়িৎ প্রবাহ কী, লিখুন ।

৬. লেঞ্জের সূত্র কী, লিখুন।

৭. স্বকীয় আবেশ কাকে বলে, লিখুন ।

৮. স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কী, লিখুন।

৯. I henry এর সংজ্ঞা কী, লিখুন।

১০. পারস্পরিক আবেশ কাকে বলে, লিখুন।

১১. আবিষ্ট তড়িচ্চালক বল সৃষ্টির কারণ লিখুন।

১২. ফ্যারাডের তাড়িতচৌম্বকীয় আবেশের সূত্র বর্ণনা করন।

১৩. আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক সম্পর্কে আলোচনা করন।

১৪. বর্তনীতে কিভাবে আবিষ্ট তড়িচ্চালক বল বৃদ্ধি করা যায়, লিখুন।

১৫. স্বকীয় আবেশ গুনাঙ্ক বলতে কী বুঝায়, লিখুন ।

১৬. একমুখী প্রবাহ ও দিক পরিবর্তী প্রবাহের মধ্যে পার্থক্য বর্ণনা কর ন

১৭. লেঞ্জের সূত্র-শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, বর্ণনা কর।

১৮. জেনারেটর কাকে বলে, লিখুন ।

 

তাড়িতচৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহের মূল্যায়ন

 

বিশদ-উত্তর প্রশ্ন

১. তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রাড় ফ্যারাডের সূত্রাবলী বর্ণনা ও ব্যাখ্যা কর না।

২. লেঞ্জের সূত্র বর্ণনা ও ব্যাখ্যা করন।

৩. স্বকীয় আবেশ ও পারস্পরিক আবেশ বলতে কী বুঝায়, লিখুন ।

8. স্বকীয় আবেশ গুণাঙ্ক ও পারস্পরিক আবেশ গুণাঙ্ক ব্যাখ্যা করন।

৫. দেখান যে, সাইনসদৃশ দিক পরিবর্তী প্রবাহের গড়মান Iav = 0.6371, এবং গড়বর্গের বর্গমূল I ms = 0.7071,

৬. দেখান যে, Cav = 0.637 এবং Syms = 0.7076

৭. দুটি সমমুখী তড়িৎবাহী সমাাল পরিবাহীর দূরত্ব 2d । উভয়ের মধ্য দিয়ে i প্রবাহমাত্রা প্রবাহিত হচ্ছে। যে কোনো তার থেকে d দূরত্বে B -এর মান নির্ণয় করন।

 

তাড়িতচৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহের মূল্যায়ন

 

গাণিতিক সমস্যাবলী

১. একটি কুলীতে সৃষ্ট চৌম্বক ফ্লাক্স ¢, নিচের সমীকরণ অনুসারে সময় t এর সাথে সম্পর্কিত। $=(6t2+4t-3ab) কুলীর রোধ 42 ; t = 35 সময়ে কুলীর মধ্য দিয়ে অতিক্রাড় তড়িৎ প্রবাহ কী হবে?
[উ: 10A]

২. 50 পাক এবং 0.01m2 ক্ষেত্রফলের একটি কুলীর তলের অভিলম্বভাবে 0.02T চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করেছে। চৌম্বক ক্ষেত্র হতে কুন্ডুলীকে সেকে—ে অপসারিত করা হলে, কুলীতে যে গড় তড়িচ্চালক শক্তি আবিষ্ট হবে, তা 10 নির্ণয় কর“ন।
[ উ: 0 1 volt]

৩. কোনো কুলীতে তড়িৎ প্রবাহের হার 20As-1 হলে 6V তড়িচ্চালক বল আবিষ্ট হয়। কুন্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত?
[ উ: 0.3 volt]

৪. একটি কুলীতে 2.023 sec সময়ে তড়িৎপ্রবাহ 0.2A থেকে 2.0A এ পরিবর্তিত হওয়ার দরন ঐ কুলীতে 12V তড়িচ্চালক বল আবিষ্ট হয়। কুলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করন।
[ উ: 13.498 Hz]

৫. কোনো দিক পরিবর্তী তড়িচ্চালক বলের গড় বর্গের বর্গমূল 100V । তড়িচ্চালক বলের শীর্ষমান কত? [ উ:141.42Volt

৬. একটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের সমীকরণ I = 30sin 628f হলে তড়িৎ প্রবাহের (i) শীর্ষমান, (ii) কম্পাঙ্ক এবং (iii) মূলগড় বর্গের মান নির্ণয় করন । উ: (i) 30A (ii) 100Hz (iii) 21.21A. ]

Leave a Comment