তাপ পরিবাহিতা – পদার্থবিজ্ঞান পদার্থ ও তার গতির বিজ্ঞান। বাংলায় “পদার্থবিজ্ঞান” শব্দটি একটি সমাসবদ্ধ পদ। “পদার্থ” ও “বিজ্ঞান” দুটি সংস্কৃত শব্দ নিয়ে এটি গঠিত। এর ইংরেজি পরিভাষা Physics শব্দটি গ্রিক φύσις (ফুঁসিস) অর্থাৎ “প্রকৃতি”, এবং φυσικῆ (ফুঁসিকে) অর্থাৎ “প্রকৃতি সম্পর্কিত জ্ঞান” থেকে এসেছে। পদার্থবিজ্ঞান বলতে বলা যেতে পারে এটা হলো গণিতের বাস্তব রূপ।
তাপ পরিবাহিতা এবং সঞ্চালনের হার এর সংজ্ঞা
পদার্থের তাপ সঞ্চালনের ধর্ম বা গুণকে তাপ পরিবাহিতা বলে। তাপ কোনো পদার্থের ক্ষেত্রে দ্রুত চলাচল করতে পারে, আবার কোনো পদার্থের মধ্যে ধীরে চলাচল করতে পারে। অর্থাৎ বলা যায়, সকল পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা সমান নয়। যেমন- একখণ্ড লোহা ও একখণ্ড কাঠকে সমান তাপে উত্তপ্ত করলে লোহাখণ্ড, কাঠখণ্ড অপেক্ষা দ্রুত গরম হয়ে যাবে। সুতরাং বলা যায় যে, কাঠ ও লোহার বিশেষ কোনো ধর্মের কারণে এরূপ ঘটছে। এই ধর্মকে তাপ পরিবাহিতা বলা হয়। সাধারণত দেখা যায়, কঠিন পদার্থের তরল পদার্থ অপেক্ষা তাপ-পরিবাহিতা বেশি। আবার তরল পদার্থের বায়বীয় পদার্থ অপেক্ষা তাপ-পরিবাহিতা বেশি।

তাপ-পরিবাহিতার সংজ্ঞা : পদার্থের যে বিশেষ ধর্মের জন্য তাপ এক পদার্থে দ্রুত ও অন্য পদার্থে আস্তে আস্তে উষ্ণ স্থান হতে শীতল স্থানে সঞ্চালিত হয় তাকে এর তাপ পরিবাহিতা বলে ।
তাপ (Heat) :
যে বাহ্যিক ভৌত কারণে (External Physical Cause) কোনো বস্তু উষ্ণ ও শীতলতার অনুভূতি সৃষ্টি করে তাকে তাপ বলে । তাপ এক প্রকার শক্তি। একে অদৃশ্য শক্তিও (Invisible Energy) বলা হয়। তাপের কোনো আকার, আয়তন, ভর, বর্ণ বা গন্ধ নাই, শুধুমাত্র কোনো বস্তুতে প্রয়োগ করলে বস্তুটি উত্তপ্ত হয়ে উঠে এবং অপসারণ করলে তা শীতলতা প্রাপ্ত হয়। অন্যান্য শক্তির ন্যায় তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় এবং অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে তাপ শক্তির বিকাশ ঘটে ।
উদাহরণস্বরূপ দেখা যায় যে, বাষ্প ইঞ্জিনে কয়লা দহনের ফলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে পরিবর্তিত হয় এবং এই তাপ ইঞ্জিন বয়লারের পানিকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করে। এই বাষ্প দ্বারা ইঞ্জিন চালিত হয়। সুতরাং এই ক্ষেত্রে তাপ শক্তি বাহ্যিক শক্তির রূপ পরিগ্রহ করে ইঞ্জিন পরিচালনার কাজ সম্পন্ন করে। যেহেতু তাপ শক্তি পরোক্ষভাবে ইঞ্জিন চালনা কাজ করছে অতএব, তাপ এক প্রকার শক্তি। তাপের মূল উৎস সূর্য ।


2 thoughts on “তাপ পরিবাহিতা এবং সঞ্চালনের হার এর সংজ্ঞা | তাপ সঞ্চালন | পদার্থবিজ্ঞান”