পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ | তাপ সঞ্চালন | পদার্থবিজ্ঞান

প্রবাহিত তাপের পরিমাণ – পদার্থবিজ্ঞান পদার্থ ও তার গতির বিজ্ঞান। বাংলায় “পদার্থবিজ্ঞান” শব্দটি একটি সমাসবদ্ধ পদ। “পদার্থ” ও “বিজ্ঞান” দুটি সংস্কৃত শব্দ নিয়ে এটি গঠিত। এর ইংরেজি পরিভাষা Physics শব্দটি গ্রিক φύσις (ফুঁসিস) অর্থাৎ “প্রকৃতি”, এবং φυσικῆ (ফুঁসিকে) অর্থাৎ “প্রকৃতি সম্পর্কিত জ্ঞান” থেকে এসেছে। পদার্থবিজ্ঞান বলতে বলা যেতে পারে এটা হলো গণিতের বাস্তব রূ

 

পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভরশীল

 

সকল পদার্থের তাপ পরিবাহিতা সমান নয়। একটি লোহাদণ্ডের মাথা আগুনে মুেখে অন্য প্রান্ত বেশিক্ষণ হাতের মধ্যে রাখা যায় না। আবার একখও কাঠের এক প্রান্ত আগুনে রেখে অনেকক্ষণ পর্যন্ত অন্য প্রান্ত হাতের মধ্যে রাখা যায়। সুতরাং লোহা যত সহজে তাপ পরিবহন করতে পারে, কাঠ তত সহজেই তাপ পরিবহন করতে পারে না। যে সকল পদার্থের মধ্যে তাপ সহজেই পরিবাহিত হয় তাকে তাপ সুপরিবাহী পদার্থ বলে এবং যে সকল পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবাহিত হয় না তাকে তাপ কুপরিবাহী পদার্থ বলে। সকল ধাতব পদার্থ তাপ সুপরিবাহী।

 

পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভরশীল
পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভরশীল

 

উষ্ণ পৃষ্ঠ হতে শীতল পৃষ্ঠে। সময়ে যে পরিমাণ তাপ Q লম্বভাবে প্রবাহিত হয় তা নিম্নরূপ কতকগুলো বিষয়ের উপর নির্ভরশীল। যথা ঃ

 

১.পরিবাহিত তাপের পরিমাণ বিপরীত দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক।

২.পরিবাহিত তাপের পরিমাণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সমানুপাতিক ।

৩. পরিবাহিত তাপের পরিমাণ তাপ প্রবাহকালের সমানুপাতিক ।

 

৪। পরিবাহিত তাপের পরিমাণ দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। 

৫। পরিবাহিত তাপের পরিমাণ পদার্থের প্রকৃতির উপর নির্ভরশীল। 

 

তবে, একটি নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে পরিবাহিত তাপ ৫নং ছাড়া অন্য ৪টির উপর নির্ভরশীল।

 

পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভরশীল
পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভরশীল