শক্তির সংরক্ষণশীলতা নীতি

শক্তির সংরক্ষণশীলতা নীতি আজকের ক্লাসের আলোচনার বিষয়। “শক্তির সংরক্ষণশীলতা নীতি ও শক্তির প্রধান উৎস [ Energy Conservation Policy And Main Source Of Energy ]” এসএসসি (নবম – দশম শ্রেণী) – পদার্থ বিজ্ঞান [ SSC (Class 9-10) – Physics ] এর “৪র্থ অধ্যায় : কাজ, ক্ষমতা ও শক্তি [ Chapter 4 : Work, Power And Strength ]” এ পড়ানো হয় | এসএসসি (নবম – দশম শ্রেণী) – পদার্থ বিজ্ঞান [ SSC (Class 9-10) – Physics ]” এর আরও ক্লাস পেতে যুক্ত থাকুন “পদার্থবিদ্যা গুরুকুল [GOLN]” সাথে।

 

শক্তির সংরক্ষণশীলতা নীতি

শক্তির যে কোন রূপকে অন্য যে কোন রূপে রূপান্তরিত করা যায়, কিন্তু মোট শক্তির পরিমাণ একই থাকে। একে শক্তির সংরক্ষণশীলতা নীতি বা শক্তির নিত্যতা সূত্র বলা হয়। শক্তির সংরক্ষণশীলতা নীতিকে এভাবে বিবৃত করা যায়ঃ

শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল একরূপ থেকে অপর এক বা একাধিকরূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।

শক্তি একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হলে শক্তির কোন ক্ষয় হয় না। একটি বা একাধিক বস্তু যে পরিমাণ শক্তি হারায়, অন্য এক বা একাধিক বস্তু ঠিক একই পরিমাণ শক্তি পায়। নতুন করে কোন শক্তি সৃষ্টি হয় না বা কোন শক্তি ধ্বংসও হয়না। সুতরাং এই মহাবিশ্ব সৃষ্টির মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল, এখনও ঠিক সেই পরিমাণ শক্তিই আছে।

 

ঘর্ষণ বল

 

শক্তির উৎস

শক্তির উৎস বলতে যে বস্তুর মধ্যে কাজ করার ক্ষমতা নিহিত থাকে তাকেই শক্তির উৎস বলে। বর্তমান আধুনিক সভ্যতার গড়ে উঠার পেছনে মূল শক্তির উৎসই হলো বিদ্যুৎ শক্তি।

অচিরাচরিত শক্তির উৎস

  • জ্বালানি
  • পারমাণবিক শক্তি
  • সূর্য রশ্মি
  • ভূ-গর্ভস্থ তাপ
  • থার্মো ইলেকট্রিক পাওয়ার
  • থার্মো আয়নিক কনভার্টার
  • ধাবমান স্রোত
  • বায়ুপ্রবাহ
  • সামুদ্রিক জোয়ার ভাটা
  • জ্বালানি সেল
  • ম্যাগনেটো হাইড্রো ডাইনামিক

 

শক্তির সংরক্ষণশীলতা নীতি

 

শক্তির সংরক্ষণশীলতা নীতি বিস্তারিত দেখুন ঃ

 

Leave a Comment