আজকে আমরা স্থির তড়িৎ এর মূল্যায়ন আলোচনা করবো। যা বাউবি এইচএসসি ২৮৭১ পদার্থ বিজ্ঞান ২য় পত্র ইউনিট ১ স্থির তড়িৎ এর অন্তর্ভুক্ত।

স্থির তড়িৎ এর মূল্যায়ন
বহুনির্বাচনি প্রশ্ন:
১. ইলেকট্রন ভোল্ট কিসের একক?
ক. আধান
খ. তীব্রতা
গ. কাজ
ঘ. প্রবাহ
২. গোলাকার পরিবাহীর ধারকত্ব এর ব্যাসার্ধের সাথে কীভাবে সম্পর্কিত ?
ক. সমানুপাতিক
খ. বর্গের সমানুপাতিক
গ. ব্যানুপাতিক
ঘ. বর্গের ব্যাানুপাতিক
৩. নিচের কোনটিতে উভয় ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের দিক সঠিকভাবে দেখানো হয়েছে?

৪. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব বলতে কী বোঝায়?
ক. ঐ বিন্দুতে একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বল
খ. ঐ বিন্দুতে একক ঋণাত্মক চার্জের ওপর ক্রিয়াশীল বল
গ. অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জ আনতে কৃতকাজ
ঘ. অসীম দূর থেকে একক ঋণাত্মক চার্জ আনতে কৃতকাজ ।
৫. ইলেকট্রন ভোল্ট
i. একটি বিন্দু থেকে IV বিভব পার্থক্যের অন্য একটি বিন্দুতে একটি ইলেকট্রন সরাতে যে কাজ হয়
ii. বলবিদ্যায় ব্যবহৃত শক্তির একক
iii. 1eV = 1.6×10- “J
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৬. একটি চার্জিত বস্তুর চারদিকে যতদুর তার প্রভাব থাকে তাকে কী বলে?
ক. তড়িৎ প্রাবল্য
খ. তড়িৎ বিভব
গ. তড়িৎ ক্ষেত্র
ঘ. তড়িৎ বল
৭. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপিত একটি একক ধনাত্মক চার্জ যে বল অনুভব করে তাকে কী বলে?
ক. তড়িৎ ফ্লাক্স
খ. তড়িৎ প্রাবল্য
গ. তড়িৎ বল
ঘ. তড়িৎ বিভব
৮. দুটি চার্জিত বস্তু পরস্পরের সাথে সংযুক্ত করলে চার্জের প্রাবহ কোন দিকে হবে তা কোন বিষয়ের উপর নির্ভর করে?
ক. চার্জের পরিমাণ
খ. তড়িৎ ক্ষেত্র
গ. তড়িৎ প্রাবল্য
ঘ. তড়িৎ বিভব
৯. তড়িৎ দ্বিমের— ভ্রামক
i. একটি ভেক্টর রাশি
ii. অভিমুখ ঋণাত্মক আধান হতে ধনাত্মক আধানের দিকে
iii. এর একক cm 2
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. ধারকত্ব দ্বিগুণ হবে যখন-
ক. দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়
খ. দুটি পাতের ক্ষেত্রফল চারগুণ করা হয়
গ. পাতদ্বয়ের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান অর্ধেক করা হয়
ঘ. দুটি পাতের ক্ষেত্রফল অর্ধেক করা হয়।
সৃজনশীল প্রশ্ন
উপরের চিত্রে A ও B উভয় বিন্দুতেই 2C চার্জ দেয়া আছে।
১.

ক. বিন্দু চার্জ কাকে বলে?
খ. চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য- ব্যাখ্যা কর ।
গ. C বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় কর।
ঘ. C বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক কোন দিকে হবে? গাণিতিকভাবে বিশেষণ করন।
২.

উপরের বর্তনীটি লক্ষ্য করন এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দিন
ক. পরাবৈদ্যুতিক ধ্রুবক কী?
খ. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 20V বলতে কী বুঝায়?
গ. বর্তনীটির তুল্য ধারকত্ব নির্ণয় করন।
ঘ. বর্তনীটির সকল ধারককে সমাালে সংযুক্ত করলে প্রাপ্ত শক্তির প্রদত্ত বর্তনীর সঞ্চিত শক্তি অপেক্ষা বেশী না কম হবে- গাণিতিক যুক্তির সাহায্যে ব্যাখ্যা কর না।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
১. আধান কী ব্যাখ্যা করন।
২. তড়িৎক্ষেত্র ব্যাখ্যা কর—ন।
৩. সমবিভব তল ব্যাখ্যা করন।
৪. তড়িৎ দ্বিমের— ব্যাখ্যা কর ন।
৫. পরিবাহীর ধারকত্ব ব্যাখ্যা কর“ন।
৬. ধারক ও ধারকের ধারকত্ব ব্যাখ্যা কর না।
৭. ধারকের সন্নিবেশ ও তুল্য ধারকত্ব ব্যাখ্যা কর ন ।
৮. তড়িৎ ফ্লাক্স ব্যাখ্যা করন।
৯. গাউসের সূত্র বর্ণনা করন।

বিশদ উত্তর প্রশ্ন
১. আধানের কোয়ান্টায়ন ও সংরক্ষণশীলতার ধর্ম ব্যাখ্যা করন।
২. দুটি বিন্দু আধানের বল সংক্রাড় কুলম্বের সূত্র বর্ণনা ও ব্যাখ্যা করন।
৩. তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য ব্যাখ্যা কর ন এবং কোনো বিন্দুর প্রাবল্যের জন্য রাশিমালা প্রতিপাদন কর ন।
৪. তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুর বিভব ব্যাখ্যা করন এবং কোনো বিন্দুর বিভবের জন্য রাশিমালা প্রতিপাদন কর ন ।
৫. তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক বিশেষণ করন।
৬. তড়িৎ দ্বিমের“র জন্য তার অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা প্রতিপাদন কর না।
৭. তড়িৎ দ্বিমের“র জন্য তার অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা প্রতিপাদন কর না।
৮. তড়িৎ দ্বিমের—র জন্য তার দৈর্ঘ্যের লম্ব সম্বদ্বিখ—কের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা প্রতিপাদন কর ।
৯. তড়িৎ দ্বিমের—র জন্য তার দৈর্ঘ্যের লম্ব সমদ্বিখন্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা প্রতিপাদন কর।
১০. তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে প্রাবল্য ও তড়িৎ বিভব নির্ণয় করন।
১১. গোলাকার পরিবাহীর জন্য ধারকত্ব নির্ণয় করন।
১২. দুটি পরিবাহীর মধ্যে ধারকত্ব অনুসারে আধান বন্টন ব্যাখ্যা করন।
১৩. সমাড়াল পাত ধারকের ধারকত্বের রাশিমালা প্রতিপাদন কর।
১৪. ধারকের শ্রেণি সন্নিবেশে তুল্য ধারকত্ব নির্ণয় করন।
১৫. ধারকের শক্তির রাশিমালা নির্ণয় করন।
১৬. অসীম দৈর্ঘ্যের একটি সরল ও সুষম আহিত দরে জন্য এর নিকটে তড়িৎ প্রাবল্য নির্ণয় করন।
১৭. সুষমভাবে আহিত একটি গোলাকার খোলকের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করন।
১৮. সুষমভাবে আহিত একটি নিরেট গোলকের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় কর।
১৯. গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন কর ।
২০. কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা বর্ণনা কর।

গাণিতিক সমস্যা
১. 5uF এর 5 টি ধারক সিরিজ সংযোগে যুক্ত করা হলো। ঐ ধারকগুলোর সমতুল্য ধারকত্ব নির্ণয় কর—ন। [উ: 1uF ]
২. একটি সমাাল পাত ধারককে আহিত করার ফলে এটির পাত দুইটির মধ্যে বিভব পার্থক্য হয়, V, ধারকটির সঞ্চিত শক্তি দ্বিগুণ করার জন্য বিভব পার্থক্য নির্ণয় করন। [উ: √2v 1
৩. 4.0m ব্যসার্ধের কোন একটি চার্জিত গোলকের চার্জের তল ঘনত্ব 2.5 একক। ঐ গোলকে কত চার্জ সঞ্চিত ছিল- নির্ণয় করন। [উ: 502.4 একক চার্জ]
8. 0.02m ব্যাসার্ধের 64 টি গোলাকার ফোঁটাকে একত্রিত করে একটি বড় ফোটায় পরিণত করা হল। যদি প্রতি ফোঁটায় 1C চার্জ বিদ্যমান থাকে। তবে বড় ফোটার বিভব নির্ণয় করন। [উ: 7.19×10v ]
৫. পরস্পর থেকে 10cm দূরে অবস্থিথ 2×10 C এর দুটি চার্জের সংযোগ রেখার ঠিক মধ্যবিন্দুতে প্রাবল্য নির্ণয় কর—ন। [উ: 0NC ]
৬. একটি ধাতব গোলকের ব্যাসার্ধ 0.125m বায়ু মাধ্যমে এবং 1.12 ডাই-ইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট তেল মাধ্যমে গোলকের ধারকত্ব নির্ণয় করন। [বায়ুতে &,= 8.85×10-2m” ] [উ: ONC ]
৭. 0.002 kg ভরের শোলার বল 10+ চার্জে চার্জিত। বলটিকে অভিকর্ষীয় ক্ষেত্রে স্থির রাখতে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন হবে, নির্ণয় করন। [ উ: 196 NC ]
