স্প্রিং সমবায় সমান্তরাল এবং স্প্রিং ধ্রুবকের গাণিতিক সমস্যা আজকের ক্লাসের আলোচনার বিষয়। “স্প্রিং সমবায় সমান্তরাল এবং স্প্রিং ধ্রুবকের গাণিতিক সমস্যা [ Mathematical Problems of Spring Cooperatives Parallel and Spring Constants ]” এইচএসসি (একাদশ – দ্বাদশ শ্রেণী) – পদার্থ বিজ্ঞান ১ম পত্র [ HSC (Class 11-12) – Physics 1st Paper ] এর “৪র্থ অধ্যায় [ Chapter 4 ]” এ পড়ানো হয় |
স্প্রিং সমবায় সমান্তরাল এবং স্প্রিং ধ্রুবকের গাণিতিক সমস্যা
স্প্রিংগুলো যখন সমান্তরাল অথবা শ্রেণি সমবায়ে
স্প্রিং বলের দুইটা কেস নিয়ে স্টাডি করি চলুন ডিয়ার জনগণ! কেস দুইটার মতো জিনিস আপনারা নিশ্চয়ই বর্তনী সমাধান করতে গিয়ে পেয়ে থাকবেন। যেটা উচ্চমাধ্যমিক পর্যায়ের সিলেবাসে নাই, কিন্তু অন্য নাম-না-জানা কোনো সিলেবাসে অবশ্যই আছে।
স্প্রিংয়ের সমান্তরাল সমবায়


সমান্তরাল সমবায় (Parallel circuit)
অপরদিকে যখন কোন বর্তনীতে সবগুলো রোধের প্রথম প্রান্ত একটিমাত্র সাধারণ বিন্দুতে এবং অপরপ্রান্ত অপর একটিমাত্র সাধারণ বিন্দুতে যুক্ত থাকে তখন সে বর্তনীকে বলা হয় সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনীতে তার প্রত্যেক উপাদানের বিভব পার্থক্য একই থাকে।
একটি পরিবাহী তারে . ইত্যাদি রোধ সমান্তরাল সমবায়ে থাকলে, তুল্যরোধ () হবে–
দুটি রোধ ′ ও ″ সমান্তরাল সমবায়ে থাকলে, তুল্য রোধ হবে–
স্প্রিং সমবায় সমান্তরাল এবং স্প্রিং ধ্রুবকের গাণিতিক সমস্যা বিস্তারিত দেখুন ঃ
