আজকে আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার মূল্যায়ন সম্পর্কে আলোচনা করবো। যা বাউবি এইচএসসি ২৮৭১ পদার্থ বিজ্ঞান ২য় পত্র ইউনিট ৩ তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এর অন্তর্ভুক্ত।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার মূল্যায়ন
বহুনির্বাচনি প্রশ্ন
ক. সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন:
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন।
১. কোনো চৌম্বকক্ষেত্রে IC চার্জ চৌম্বকক্ষেত্রের দিকের সাথে সমকোণে 1ms-1 বেগে গতিশীল হলে IN বল অনুভব করে সেই চৌম্বকক্ষেত্রের মানকে বলা হয় এক-
ক. ওয়েবার
খ. টেসলা
গ. এম্পিয়ার মিটার
ঘ. এম্পিয়ার/মিটার
২. দুটি সমমুখী সমাাল তড়িৎবাহী পরিবাহী পরস্পরকে
ক. আকর্ষণ করে
খ. বিকর্ষণ করে
গ. কোনো বল প্রয়োগ করেনা
ঘ. উপরের কোনটিই নয়।
৩. 3uT চৌম্বকক্ষেত্রে লম্বভাবে অবস্থিত একটি সোজা তারের মধ্য দিয়ে 2A তড়িৎপ্রবাহ প্রবাহিত হচ্ছে। তারটির একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল-
ক. 6×10^Nm’
খ. 6Nm-1
গ. 1.5Nm-1
ঘ. 15×107Nm
খ. বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্ন
8. অ্যামমিটার একটি তড়িত্যন্ত্র যা-।
(i) একটি বিশেষ ধরনের গ্যালভানোমিটার
(ii) বর্তনীর প্রবাহমাত্রা নির্ণয়ের জন্য বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়
(iii) অ্যামমিটারের সাহায্যে বর্তনীর দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য পরিমাপ করা হয়।
নিচের কোনটি সঠিক?
ক. iii
খ. ii ও iii
গ. ii
ঘ. i ও iii
৫. ভোল্টমিটার একটি তড়িত্যন্ত্র যা-।
(i) একটি বিশেষ ধরনের গ্যালভানোমিটার
(ii) বর্তনীর সমারাল সমবায়ে যুক্ত করতে হয়।
(iii) বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হয় ।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. iii
ঘ. ii ও iii

(গ) অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন
একটি হুইটস্টোন ব্রিজের চার বাহুতে যথাক্রমে 100, 200, 30 এবং 50 ওমের রোধ আছে।
৭. চতুর্থ বাহুর রোধ কত হলে ব্রিজটি ভারসাম্য অবস্থায় থাকবে?
ক. 60ohm
খ. 15 ohm
গ. 90 ohm
ঘ. 20 ohm
৮. চতুর্থ বাহুতে কত রোধ কীভাবে সংযুক্ত করলে ব্রিজটি ভারসাম্য অবস্থায় আসবে?
ক. শ্রেণি সংযোগে 20 ohm
খ. শ্রেণি সংযোগে 10 ohm
গ. সমাড়াল সংযোগে 20 ohm
ঘ. সমাড়াল সংযোগে 10 ohm

সৃজনশীল প্রশ্ন
১.কোন স্থানে উত্তরমুখী চৌম্বক ক্ষেত্রের মান 0.4 tesla। একটি ইলেকট্রন 10ms-1 বেগে ঐ স্থানে পূর্বদিকে গতিশীল ইলেকট্রনের আধান 1.6×10-14C.
ক. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কাকে বলে?
খ. কোনো চার্জকে চৌম্বকক্ষেত্রে রাখলে কোন শর্তে চার্জটি চৌম্বক বল অনুভব করবে?
গ. উদ্দীপকে বর্ণিত ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করন।
ঘ. ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল নির্ণয়ের জন্য যে সূত্র ব্যবহার করবেন সেটি প্রতিপাদন কর না।
২. একটি প্রোটন (6i + 4j+ 2k)Vm’ তড়িৎ প্রাবল্য বিশিষ্ট তড়িৎক্ষেত্র ও (3i+4j) tesla প্রাবল্য বিশিষ্ট চুম্বকক্ষেত্রে (3i + 4j)ms-1 বেগে গতিশীল ।
ক. লরেন্টজ বল কী?
খ. ফ্লোমিঙের বামহ সূত্রটি কী?
গ. উদ্দীপকে প্রোটন কণাটির উপর লরেন্টজ বল নির্ণয় করে বলের মান বের করন।
ঘ. একটি চার্জিত কণার উপর চৌম্বক ক্ষেত্রের ক্রিয়া ও স্থির বৈদ্যুতিক ক্ষেত্রের ক্রিয়ার পার্থক্য আলোচনা করন।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
১. চৌম্বক ক্ষেত্র কাকে বলে?
২. চৌম্বক ক্ষেত্র কি রাশি?
৩. চৌম্বক ক্ষেত্রের দিক সম্পর্কে আলোচনা করন।
৪. দক্ষিণ হড়ের বৃদ্ধাঙ্গুলের নিয়ম কাকে বলে?
৫. বিয়োঁ-স্যাভার-সূত্রটি কী?
৬. 1 ampere এর আধুনিক সংজ্ঞা দিন ।
বিশদ উত্তর প্রশ্ন
১ . পরীক্ষার সাহায্যে ওয়েরস্টডের চৌম্বক ক্ষেত্রের ধারণা ব্যাখ্যা কর ।
২. চার্জ B চৌম্বক ক্ষেত্রে বেগে গতিশীল হলে দেখান যে, চার্জটির উপর ক্রিয়াশীল বল, F = q (VxB)। এই বলের দিক নির্ণয় কর।
৩. বিয়োঁ-স্যাভার সূত্র বর্ণনা ও ব্যাখ্যা কর।
৪. অ্যাম্পিয়ারের সূত্র বর্ণনা ও ব্যাখ্যা কর।
৫. হল প্রভাব কাকে বলে? হল ভোল্টেজ কী? হল ভোল্টেজ পরিমাপ করে কীভাবে চার্জ বাহকের প্রকৃতি নির্ণয় করা যায় ব্যাখ্যা কর।
৬. কোনো চৌম্বকক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের রাশিমালা নির্ণয় কর।
৭. চৌম্বকক্ষেত্রে স্থাপিত প্রবাহবাহী কুন্ডুলীর ক্রিয়াশীল টর্ক ব্যাখ্যা কর।
৮. কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র ব্যাখ্যা কর।
৯. ইলেকট্রনের স্পিনের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র ব্যাখ্যা কর ।
১০. একটি চল কুন্ডুলী গ্যালভানোমিটারের গঠন ও কার্যাপ্রণালী বর্ণনা কর।
১১. গ্যালভানোটিমারকে কিভাবে ভোল্টমিটার ও অ্যামিটারে রূপান্ডুরিত করা যায়- তা ব্যাখ্যা কর।
১২. একটি অ্যামিটারের গঠন ও কার্যনীতি বর্ণনা কর।

গাণিতিক সমস্যাবলী
১. একটি লম্বা সোজা তারের মধ্য দিয়ে 6 amp তড়িৎপ্রবাহ চললে উক্ত তার থেকে 0.03m দূরে চৌম্বক ক্ষেত্ৰ নিৰ্ণয় কর। [ua=4r×107WbAm]
[ উ: 4×10^ Wb/m2 ]
২. একটি লম্বা সোজা তারের মধ্য দিয়ে 6 amp তড়িৎ প্রবাহ চললে উক্ত তার থেকে 0.06m দূরে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব নির্ণয় কর ন ।
[ উ: 2 x 10 – Wb / m2 ]
৩. 15m ও 20m দৈর্ঘ্যের দুটি তারের মধ্য দিয়ে যথাক্রমে 5.0A ও 7.0A তড়িৎ প্রবাহ চলছে। তারদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 4cm হলে এদের প্রতি মিটার দৈর্ঘ্যের ক্রিয়াশীল বলের মান নির্ণয় করন।
[উ: 1.75×10^N ]
8. 10.4 Wbm2 বা 0.4T সুষম চৌম্বকক্ষেত্রের মধ্য দিয়ে একটি প্রোটন 10 ms-1 বেগে গতিশীল। চৌম্বকক্ষেত্রের সাথে বেগের অভিমুখ 30° কোণ সৃষ্টি করে। প্রোটনটির উপর প্রযুক্ত চৌম্বক বল নির্ণয় করন।
[ উ: 3.2×10-4 N ]
৫. একটি ধাতব পাতের প্রস্থ 0.01m এবং পুরত্ব 0.001m পাত ধারণকারী তলের লম্ব বরাবর একটি চৌম্বক ক্ষেত্রে পাতটি রাখলে 40 microvolt হল বিভব পার্থক্যের সৃষ্টি হয়। হল তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করন।
[উ: 4×103Vm ]
৬. একটি বর্তনীতে 5 টি সমান আকারের পাক আছে। প্রতিটি পাকের ক্ষেত্রফল 0.02m2 বর্তনীর মধ্য দিয়ে 3 A তড়িৎ প্রবাহ প্রবাহিত হলে এর চৌম্বক ভ্রামকের মান কত হবে?
[ উ: 0.3Am2 ]
৭. 0.5m লম্বা একটি সোজা তার 2weber/m2 চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলো। তারটির মধ্য দিয়ে 5A তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে। তারটির উপর প্রযুক্ত বল নির্ণয় কর“ন, যখন-
(ক) তারটির চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর
(খ) তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্রের দিক একই
(গ) তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রের দিক পরস্পর বিপরীতমুখী
[উ: (ক) 5N, (খ) 0, (গ) 01
৮. একটি চলকুন্ডলী গ্যালভানোমিটারের ধ্রুবক 2×10 A rad’ হলে কত তড়িৎ প্রবাহে এর বিক্ষেপ 54° হবে?
[উ: 1.884×100 ]
