আজকে আমরা ভৌত আলোকবিজ্ঞান এর মূল্যায়ন সম্পর্কে আলোচনা করবো। যা বাউবি এইচএসসি ২৮৭১ পদার্থ বিজ্ঞান ২য় পত্র ইউনিট ৭ ভৌত আলোকবিজ্ঞান এর অন্তর্ভুক্ত।

ভৌত আলোকবিজ্ঞান এর মূল্যায়ন
বহুনির্বাচনী প্রশ্নঃ
১। নীচের কম্পাঙ্কগুলোর মধ্যে কোনটি অবলহিত রশ্মির কম্পাঙ্ক হতে পারে?
ক. 102 Hz
খ. 10 Hz
গ. 10¹4 Hz
ঘ. 1020 Hz
২। মাইক্রোওয়েভ, অতিবিগুনী রশ্মি ও অবলহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য যধাক্রমে Am A এবং A হলে কোন উক্তিটি সঠিক?
ক. λm >λu>λi
খ. λi > λu > λm
গ. λu >λi >λm
ঘ. λm > λi >λu
৩। কোন ঘটনায় বোঝা যায় যে তাড়িতচৌম্বক তরঙ্গ হলো তির্যক তরঙ্গ?
ক. সমবর্তন
খ. ব্যাতিচার
গ. প্রতিফলন
ঘ. প্রতিসরণ
৪। তাড়িতচৌম্বক তরঙ্গের উদ্ভব ঘটে
i. স্থির তড়িৎক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের কারণে
ii. কম্পনশীল তড়িৎক্ষেত্রের কারণে
iii. কম্পনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে
কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii.
৫। তরঙ্গমুখে অবস্থিত প্রতিটি বিন্দু থেকে নির্গত অণুতরঙ্গগুলো স্পর্শক তলকে বলে
ক. গৌণ তরঙ্গ
খ. অণুতরঙ্গ
গ. অসমবর্তিত তরঙ্গ
ঘ. সমবর্তিত তরঙ্গ
৬। একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য হলে বিন্দুদ্বয়ের দশা পার্থক্য কত?
ক. 4π
খ. 4π/5
গ. π/5
ঘ. 2π/5
৭। কম্পন তল এবং সমবর্তন তলের মধ্যবর্তী কোণ হলো-
ক. 0
খ. π/4
গ. π/2
ঘ. π
৮। সমবর্তন কোণ নির্ভর করে
i. আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর
ii. মাধ্যমের প্রতিসরণাঙ্কের উপর
iii. সমবর্তন তলের উপরে
কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii.

সৃজনশীল প্রশ্নঃ
১। ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় প্রতিটি চিড়ের প্রস্থ 0.02 mm এবং দুই চিড়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 1 mm । চিড়
থেকে পর্দার দূরত্ব 1m । চিড়দ্বয়কে 5890Å তরঙ্গদৈর্ঘ্যের আলো দিয়ে আলোকিত করা হলো ।
ক. আলোক সমবর্তন কাকে বলে?
খ. ইয়াং-এর দ্বিচিড় পরীক্ষার সমগ্র ব্যবস্থাটিকে পানির মধ্যে রেখে পরীক্ষা করলে আপনি কী পরিবর্তন লক্ষ্য করবেন?
গ. কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম উজ্জ্বল ঝালরের দূরত্ব নির্ণয় করন।
ঘ. চিড় দুটির যে কোনো একটি বন্ধ করে দিলে কোনো প্রকার ঝালর পাওয়া যাবে কি? আপনার উত্তরের স্বপক্ষে বিশেষণধর্মী ব্যাখ্যা দিন ।
২। 1.5×10“m প্রস্থ বিশিষ্ট একক চিড় ফ্রনহফার শ্রেণীর অপবর্তন পরীক্ষায় 5890 Å তরঙ্গদৈর্ঘ্য আলো দিয়ে আলোকিত করলে সর্বোচ্চ ছয়টি অন্ধকার ডোরা পাওয়া গেল।
ক. ব্যতিচার কাকে বলে?
খ. একক চিড় ফ্রনহফার শ্রেণীর অপবর্তন পরীক্ষায় চিড়ের প্রস্থ ক্রমশ বৃদ্ধি করতে থাকলে অপবর্তন ঝালরের কীরূপ পরিবর্তন ঘটবে?
গ. কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার কৌণিক প্রস্থ নির্ণয় কর না।
ঘ. কেন ছয়টির বেশী অন্ধকার ডোরা পাওয়া গেল না তা গাণিতিক ভাবে বিশেষণ কর ন ।

ক. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :
১। তাড়িতচৌম্বক তরঙ্গ কাকে বলে লিখুন।
২। তাড়িতচৌম্বক বিকিরণ কি?
৩। তরঙ্গমুখ কাকে বলে লিখুন।
৪। সমতল তরঙ্গমুখ কি?
৫। হাইগেেেসর নীতি লিখুন।
৬। আলোর ব্যতিচার বলতে কি বোঝায়?
৭। ব্যতিচারের শর্তগুলো লিখুন?
৮। অপবর্তনের সংজ্ঞা দিন।
৯। অপবর্তনের শর্তগুলি লিখুন?
খ. বিশদ উত্তর প্রশ্ন :
১। আলোর তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা কর ন ।
২। তরঙ্গ সঞ্চালন সম্পর্কিত হাইগেন্সের নীতি চিত্রসহ ব্যাখ্যা কর ।
৩। হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্র প্রমাণ বা প্রতিপাদন করন ।
৪। হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলন ব্যাখ্যা করন ।
৫। হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিসরণ সংক্রাড় েেলর সূত্র প্রতিপাদন কর ন ।
৬। হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিসরণের সূত্র প্রতিপাদন কর ন ৷
৭। পথ পার্থক্য ও দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক স্থাপন কর ন ৷
৮। আলোর ব্যতিচারের ইয়াংয়ের দ্বি-চিড় পরীক্ষাটি বর্ণনা কর ন ।
৯। ইয়ংয়ের দ্বি-চিড় পরীক্ষা বর্ণনা কর এবং উজ্জ্বল ও অন্ধকার ডোরা সৃষ্টির শর্তসমূহ আলোচনা কর ন ।
১০। ইয়ংয়ের দ্বি-চিড় পরীক্ষার মাধ্যমে ব্যতিচার প্রদর্শনের পরীক্ষাটি বর্ণনা কর এবং উজ্জ্বল ও অন্ধকার ডোরার শর্তসমূহ
আলোচনা করন ।
১১। ইয়ংয়ের দ্বি-চিড় পরীক্ষার বিবরণ দাও এবং সেখান থেকে পরপর দুটি উজ্জ্বল ডোরার মর্ধবর্তী দূরত্বের রশিমালা নির্ণয় করন ।
১২। একক চিড়ের দরুন অপবর্তন ব্যাখ্যা কর ন ।
১৩। আলোর ব্যতিচার ও অপবর্তনের মধ্যে পার্থক্য নির্দেশ কর ন ।
১৪ । আলোর ব্যতিচার ও অপবর্তনের মধ্যে তুলনা কর ন ।
১৫। তাড়িতচৌম্বক বিকিরণের ধর্মগুলো লিখুন।

গ. গাণিতিক সমস্যা :
১। একটি লেজার রশ্মির সর্বোচ্চ তড়িৎক্ষেত্র 1.5x10NC-1। এর সর্বোচ্চ চৌম্বকক্ষেত্র নির্ণয় করন।
[উঃ 5×10 T]
২। একটি তাড়িতচৌম্বক তরঙ্গের সর্বোচ্চ চৌম্বকক্ষেত্রের মান 3.3×107T । এর সর্বোচ্চ তাড়িৎক্ষেত্রের মান নির্ণয় করন ।
[উঃ 99NC-1]
৩। কোনো বেতার তরঙ্গের E = 10Vm । B এর মান নির্ণয় করন ।
[উঃ 3.3×10-T]
8। পানির আপেক্ষিক ভেদনযোগ্যতা ও আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা যথাক্রমে 80 ও হলে পানিতে আলোর বেগ 45 নির্ণয় করন
[উঃ 2.25×10 ms’]
৫ ৷ একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য । বিন্দুদ্বয়ের মধ্যে দশা পার্থক্য নির্ণয় করন। [উঃ 7]
৬ । ইয়ংয়ের দ্বি-চিড় পরীক্ষায় চিড়দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.3mm এবং একে 5600 A তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হল। চিড়ের সমাাল 1m দূরত্বে অবস্থিত পর্দায় কেন্দ্রীয় চরম থেকে 10-তম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করন।
[উঃ 1.87×10 m ]
৭। ইয়ংয়ের দ্বি-চিড় পরীক্ষায় চিড় দুটির মধ্যবর্তী দূরত্ব 2mm । এই চিড় থেকে 1m দূরত্বে ডোরার প্রস্থ 0.295mm পাওয়া গেল। আলোর তরঙ্গদৈর্ঘ্য বের করন।
[উঃ 5900A ]
৮৷ 0.4mm ব্যবধান বিশিষ্ট দুটি চিড় হতে 1m দূরত্বে অবস্থিত পর্দার উপর ব্যতিচার সজ্জা সৃষ্টি হল। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5000Å হলে, পর পর দুটি উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব বের কর না। [উঃ 1.25mm ]
৯। ইয়ংয়ের দ্বি-চিড় পরীক্ষায় চিড়কে 5890Å তরঙ্গদৈর্ঘ্যের একবর্ণী আলোক দ্বারা আলোকিত করা হলো। চিড়দ্বয়ের মধ্যবর্তী দুটির দূরত্ব 0.8mm । যদি দ্বি-চিড়টি থেকে পর্দা থেকে 1m দূরে রাখা হয় তবে উজ্জ্বল ডোরার বেধ নির্ণয় করন। [উঃ 0.3681mm ]
১০। ইয়ংয়ের দ্বি-চিড় পরীক্ষায় পর্দাটি চিড় থেকে 1.5m দূরে অবস্থিত এবং ব্যবহৃত আলোর কম্পাঙ্ক 6×104Hz । দুটি ক্রমিক উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব 0.75m হলে চিড়দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করন। [উঃ 1 mm]
১১। একটি ফ্রনহফার শ্রেণীর 0.2 mm প্রস্থবিশিষ্ট একক চিড়ের দরুণ অপবর্তন পরীক্ষায় 5600 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করা হল। প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণ নির্ণয় করন। [উঃ 0.16°]
১২। 0.05mm প্রস্থ বিশিষ্ট একক চিড় ফ্রনহফার শ্রেণীর অপবর্তন পরীক্ষায় কত তরঙ্গদৈর্ঘ্য আলো দিয়ে আলোকিত 0 করলে দ্বিতীয় ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণ 1.5° পাওয়া যাবে নির্ণয় করন। [উঃ 6540 A]
১৩। 6×10^cm প্রস্থের বিশিষ্ট একক চিড় ফ্রনহফার শ্রেণীর অপবর্তন পরীক্ষায় 6000 Å তরঙ্গদৈর্ঘ্যের আলোর জন্য কেন্দ্রীয় চরমের উভয় পার্শ্বে প্রথম অবমগুলোর কৌণিক দূরত্ব নির্ণয় করন। [উঃ 11.48°]
