সরল দোলন গতি গাণিতিক সমস্যা

সরল দোলন গতি গাণিতিক সমস্যা আজকের আলোচনার বিষয়। সরল দোলন গতি – গাণিতিক সমস্যা [ Mathematical problem of simple harmonic motion ] ক্লাসটি পলিটেকনিক [Polytechnic] এর ফিজিক্স-১ (৬৫৯১২), Physics 1 এর, অধ্যায় ৬ এর টপিক।

 

সরল দোলন গতি গাণিতিক সমস্যা

সরল দোলন গতির সংজ্ঞা থেকে আমরা জানি, বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। কোনো কণার উপর ক্রিয়াশীল বল F এবং সরণ x হলে সরল দোলন গতির ক্ষেত্রে,

 

512x512 64 সরল দোলন গতি গাণিতিক সমস্যা

 

এ ধ্রুবক k কে বলা হয় বল ধ্রুবক। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বস্তুর ভর m এবং ত্বরণ a হলে, F = ma

:- ma =- Kx

কিন্তু ত্বরণ 

:- 

=0  …(8.3)

আমরা যদি 2লিখি, তাহলে এ সমীকরণ দাঁড়ায়,

0 .. .. (8.4)

 

এ সমীকরণে অন্তরক (derivative) সংশ্লিষ্ট, কাজেই এ সমীকরণটি একটি অন্তরক বা ব্যবকলনী সমীকরণ। এ সমীকরণ থেকে সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার সরণ x কীভাবে সময় এর উপর নির্ভর করে তা জানা যায়। কোনো কণার সরণ x কীভাবে সময়। এর উপর নির্ভর করে তা জানার অর্থই হচ্ছে কণাটির গতি সম্পর্কে জানা। যেহেতু (8.4) সমীকরণ সমাধান করলে সময়ের সাথে সরণের সম্পর্ক তথা গতি সম্পর্কে জানা যায়, তাই এ সমীকরণকে সরল দোলন গতির অন্তরক সমীকরণ বলা হয়। এ সমীকরণের দুটি উল্লেখযোগ্য সাধারণ সমাধান হচ্ছে

 

গতি গাণিতিক সমস্যা

 

সরল দোলন গতি গাণিতিক সমস্যা নিয়ে বিস্তারিত :

 

Leave a Comment