কর্মদক্ষতা কি [ Definition of Efficiency], ফরমুলা [ Formula of Efficiency ] এবং সম্ভাব্য গাণিতিক সমস্যাবলি [ Common Mathematical Problems and Solution of Efficiency ] আজকের আলোচনার বিষয়। কর্মদক্ষতা কি [ Definition of Efficiency], ফরমুলা [ Formula of Efficiency ] এবং সম্ভাব্য গাণিতিক সমস্যাবলি [ Common Mathematical Problems and Solution of Efficiency ] ক্লাসটি পলিটেকনিক [Polytechnic] এর ফিজিক্স-১ (৬৫৯১২), Physics 1 65912 এর, অধ্যায় ৭ [Chapter 7] এর টপিক।
এছাড়া এই পাঠটি উচ্চ মাধ্যমিকের প্রথম পত্র পদার্থবিদ্যার অংশ [HSC Physics 1st Paper] হিসেবে পড়ানো হয়। কাজ,শক্তি ও ক্ষমতা [Work, Power, Job] | কর্মদক্ষতা(Efficiency) এস এস সি পদার্থ বিজ্ঞান [SSC Physics] এর ৪র্থ অধ্যায় [ Chapter 4] এর কাজ,শক্তি ও ক্ষমতা অংশও বটে।
কর্মদক্ষতা কি
কর্মদক্ষতা(Efficiency)
শক্তি রূপান্তরের সহায়তায় আমরা দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাই। যেমন, পেট্রোলে সঞ্চিত রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরের মাধ্যমে আমরা ইঞ্জিন চালাতে পারি। কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ পেট্রোল পুড়িয়ে আমরা যে গতিশক্তি পেতে পারি তার সবটাই কিন্তু ইঞ্জিনে দেখা যাবে না। এর কারণ শক্তির কিছু অংশ অন্যভাবে ব্যয়িত হয়। ইঞ্জিনে যতটুকু শক্তি পাওয়া যায় তাকে কার্যকর শক্তি বলে। কোনো যন্ত্রের বা সিস্টেমের কর্মদক্ষতা বলতে ঐ যন্ত্র বা সিস্টেম থেকে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং যন্ত্রে বা সিস্টেম থেকে মোট যে শক্তি দেওয়া হয়, তার অনুপাতকে বোঝায়।

সংজ্ঞা : কোনো ব্যবস্থা (system) বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং ব্যবস্থায় বা যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ঐ ব্যবস্থার বা যন্ত্রের কর্মদক্ষতা বলে।
কর্মদক্ষতা, η=মোট কার্যকর শক্তি (output)মোট প্রদত্ত শক্তি (input)
কর্মদক্ষতাকে সাধারণত শতকরা হিসাবে প্রকাশ করা হয়ে থাকে।
কোনো প্রক্রিয়ায় মোট প্রদত্ত শক্তি Ein-এর একটি অংশ কার্যকর শক্তি u-তে রূপান্তরিত হয় এবং বাকি শক্তি W অপচয় হলে, Ein -W=u।
সুতরাং কর্মদক্ষতা, η=uEin×100%
কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে আমরা বুঝি যে, যদি এই যন্ত্রে 100 J শক্তি দেওয়া হয়, তাহলে সেই যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি হবে 70 J।
শক্তির পরিবর্তে অনেক সময় শক্তির হার তথা ক্ষমতা দিয়ে কর্মদক্ষতাকে সংজ্ঞায়িত করা হয়। কার্যকর ক্ষমতা এবং মোট ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে।
η=কার্যকর ক্ষমতামোট ক্ষমতা

কর্মদক্ষতা কি বিস্তারিত দেখুন ঃ
