ঘর্ষণ বল

ঘর্ষণ বল আজকের ক্লাসের আলোচনার বিষয়। “বল [ Force ] : ঘর্ষণ বল [ frictional force ]” ক্লাসটি এসএসসি (নবম – দশম শ্রেণী) – পদার্থ বিজ্ঞান [ SSC (Class 9-10) – Physics ] এর ৩য় অধ্যায় [ Chapter 3 ] এ পড়ানো হয়। “বল [ Force ] : ঘর্ষণ বল [ frictional force ]” আজকের ক্লাসটিতে “ঘর্ষণ- বল [ frictional force ]” সম্পর্কে জানতে পারবেন। “এসএসসি (নবম – দশম শ্রেণী) – পদার্থ বিজ্ঞান [ SSC (Class 9-10) – Physics ]” এর আরও ক্লাস পেতে যুক্ত থাকুন “পদার্থবিদ্যা গুরুকুল [GOLN]” সাথে।

 

ঘর্ষণ বল

একটি খেলনা মোটরকে মাটির ওপর গড়িয়ে দিলে যতদূর যাবে সিমেন্টের মেঝের ওপর তার থেকে বেশি দূর যাবে। আবার মসৃণ মেঝেতে পুরানো জুতা পায়ে চলতে যত সুবিধা নতুন জুতা পায়ে তত নয়। এর কারণ কী ?

কোনো বস্তু আপাতদৃষ্টিতে যতই মসৃণ মনে হোক না কেন কোনো বস্তুই কিন্তু সম্পূর্ণ মসৃণ হতে পারে না। সব থেকে মসৃণ বস্তুর তলও খানিকটা উঁচু নিচু ফলে যখন কোনো বস্তু অপর বস্তুর ওপর দিয়ে চলার চেষ্টা করে তখন বস্তু দুটির উঁচু নিচু খাঁজগুলো পরস্পরের সাথে আটকে যায়, ফলে গতি বাধাপ্রাপ্ত হয় বা ঘর্ষণের উৎপত্তি হয়। আবার বস্তুদ্বয়ের তল যে স্থানে স্পর্শ করে থাকে সে স্থানের অণুগুলো পরস্পরকে আকর্ষণ করে, এর ফলেও তলদ্বয়ের মধ্যবর্তী গতি বাধাপ্রাপ্ত হয়।

 

ঘর্ষণ বল

 

যে বল দ্বারা গতি বাধাপ্রাপ্ত হয় তাকে ঘর্ষণ বল( friction) বলে

সংজ্ঞা:

দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একের ওপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে তাহলে বস্তুদ্বয়ের স্পর্শ তলে এই গতির বিরুদ্ধে একটা বাধার উৎপত্তি হয়, এই বাধাকে ঘর্ষণ(friction) বলে।

ঘর্ষণ সাধারণত চার প্রকারের হয়ে থাকে(There are 4 kind of Frictions):

১। স্থিতি ঘর্ষণ (Static Friction),

২। গতীয় ঘর্ষণ বা বিসর্প-ঘর্ষণ (Kinetic Friction or Sliding Friction),

৩। আবর্ত ঘর্ষণ (Rolling Friction) এবং

৪। প্রবাহী ঘর্ষণ (Fluid Friction)

ঘর্ষণ বল :

দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একের ওপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে তাহলে বস্তুদ্বয়ের স্পর্শতলে এই গতির বিরুদ্ধে যে বল উৎপন্ন হয়, তাকে ঘর্ষণ- বল বলে।

 

ভরবেগ এর ধারণা

 

ঘর্ষণ বল বিস্তারিত দেখুন ঃ

Leave a Comment