চল তড়িৎ এর মূল্যায়ন

আজকে আমরা চল তড়িৎ এর মূল্যায়ন সম্পর্কে আলোচনা করবো । যা বাউবি এইচএসসি ২৮৭১ পদার্থ বিজ্ঞান ২য় পত্র ইউনিট ২ চল তড়িৎ এর অন্তর্ভুক্ত।

 

চল তড়িৎ এর মূল্যায়ন

 

চল তড়িৎ এর মূল্যায়ন

ক. বহুনির্বাচনী প্রশ্নঃ

১. হুইটস্টোন ব্রীজের ভারসাম্যের শর্ত কোনটি?

ক. P/R =S/Q

খ. P/S =R/Q

গ. P/Q =R/S

ঘ. P/Q =S/R

২. তড়িৎ প্রবাহের ফলে কোনো পরিবাহীতে যে তাপ উৎপন্ন হয়, তা নির্ভর করে,

i. পরিবাহীর দৈর্ঘ্যের উপর

ii. পরিবাহীর রোধের উপর

iii. তড়িৎ প্রবাহমাত্রার উপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

খ. সংক্ষিপ্ত উত্তর প্রশ্নঃ

১. ক্যালরির সংজ্ঞা লিখুন।

২. রোধের উচ্চতা সহগ কাকে বলে?

৩. কোষের অভ্যীণ রোধের সংজ্ঞা লিখুন ।

৪. কির্শফের ১ম সূত্রটি লিখুন।

৫. গ্যালভানোমিটারের বিক্ষেপ শূণ্য হওয়ার শর্ত কি?

গ. বিশদ উত্তর প্রশ্নঃ

১. কোষের অভ্যর্ীণ রোধ ও তড়িচ্চালক শক্তির গাণিতিক সম্পর্ক স্থাপন করন।

২. শান্ট কি? মূল প্রবাহের সাথে শান্টের প্রবাহের সম্পর্ক প্রতিষ্ঠা করন।

৩. হুইটস্টোন ব্রীজ নীতি বর্ণনা করন।

৪. জুলের তাপীয় ক্রিয়ার সূত্রগুলো বিবৃত করন ও ব্যাখ্যা কর।

৫. কির্শফের সূত্রগুলো বিবৃত করন ও ব্যাখ্যা কর ।

 

চল তড়িৎ এর মূল্যায়ন

 

ঘ. গাণিতিক সমস্যাবলী :

১. কোনো তামার তারের রোধ যদি 20°C তাপমাত্রায় 1.8052 পাওয়া যায়, তাহলে 0°C তাপমাত্রায় এর রোধ নির্ণয় করন। [ উ: 1.672 ]

২. 552 রোধের রোধকের মধ্য দিয়ে প্রতি মিনিটে 720C চার্জ প্রবাহিত হলে ধারকের প্রায়ের বিভব প্রভেদ কত?
[উ: 60V ]

৩. একটি বৈদুতিক বাতি জ্বলতে 0.5A বিদ্যুৎ খরচ হয়। যদি এর প্রাড়ের বিভব পার্থক্য 420V হয় তাহলে বাতির রোধ কত হবে? [ উ: 4402 ]

৪. কোনো বাড়ির মেইন মিটার 6amp – 220 volt চিহ্নিত করা আছে। কতকগুলো 60 watt এর বাতি ঐ বাড়িতে নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে? [উ: 22 টি ]

৫. পানিতে নিমজ্জিত অবস্থায় একটি তারের মধ্য দিয়ে 8amp তড়িৎ প্রবাহ 20 sec ধরে প্রবাহিত করা হলো, তারের রোধ যদি 18 ohm হয় তাহলে উৎপন্ন তাপ 200 gm পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? [ উ: 3.46°C]

 

চল তড়িৎ এর মূল্যায়ন

 

ঙ. সৃজনশীল প্রশ্ন

জ্যোতি ব্যবহারিক ক্লাসে 10052, 102, 60 2 এবং 5 52 রোধ সংযোজন করে নিম্নরূপভাবে একটি হুইটস্টোন ব্রীজ তৈরী করল।

ক) একক সহ উষ্ণতা সহগের মান লিখুন।

খ) কির্শফের সূত্র দুটি উলেণ্ঢখ করন।

গ) Ig = 0 মান পাওয়ার জন্য প্রথম বাহুর রোধের কিরূপ পরিবর্তন করতে হবে নির্ণয় করন।

ঘ) গ্যালভানোমিটারের রোধ যদি 1552 হয় তাহলে জোতি গ্যালভানোমিটারের প্রবাহ নির্ণয় করতে পারবে কী না- ব্যাখ্যা কর।

Leave a Comment